
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ী ভাবে বসবাস সম্ভব নয়। এবার স্পষ্ট করে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজ়ে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।|" ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের গোল্ড কার্ড বিতর্কের পর এবার ভাইস প্রেসিডেন্ট ভান্সের বক্তব্যে গ্রিন কার্ড নিয়ে বিরাট বিভ্রান্তি তৈরি হল।
কী বলেছেন ভ্যান্স?
ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "গ্রিন কার্ড, যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়, এটি ভারতীয়-সহ বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। কিন্তু এটির মানে স্থায়ী বসবাস অর্থাৎ আজীবন নিরাপত্তা নয়। যাঁদের গ্রিন কার্ড রয়েছে, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনির্দিষ্টকালীন অধিকার নেই।"
জাতীয় সুরক্ষার বিষয়টিকে আগ্রাধিকার দিয়ে ভ্যান্স বলেছেন যে, "এটি বাকস্বাধীনতা নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়।"
ভ্যান্সের এই বক্তব্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। মাহমুদ খলিলের গ্রিন কার্ড রয়েছে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় তাঁকে আটক করা হয়েছিল।
ট্রাম্পের বক্তব্য
উল্লেখ্য, দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া জারি আছে। এছাড়া, কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।
প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে, তাঁর প্রশাসন আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করছে। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় যেতে পারবেন। সেখানে গিয়ে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। ট্রাম্প জানিয়েছিলেন যে, আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা)।
এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর হয়তো থাকবে না।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল